‘রুবেল হারিয়ে গেছে বলার সময় আসেনি’

Webp-samakal-5e95a5316efce

করোনাভাইরাসে থমকে যাওয়া জীবনে রুটিন মাফিক কাজ করছেন রুবেল হোসেন। পরিবারকে সময় দিচ্ছেন, বাচ্চার যত্ন নিচ্ছেন। সঙ্গে সবাইকে ঘরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, এশিয়ার মানুষ আড্ডা প্রিয় তাদের ঘরে রাখা তাই কঠিন। দেশের মানুষের কথা চিন্তা করে তাদের ঘরে থাকতে হবে। এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ওই সাক্ষাৎকারে রুবেল আরও বলেন, তার ক্যারিয়ার শেষ কিংবা রুবেল হারিয়ে গেছেন সেটা বলার সময় এখনও তার আসেনি। বরং এক দশক ক্রিকেট খেলার পরও গতির সঙ্গে আপস করেননি। তিনি তাই মাশরাফির মতো দীর্ঘ ক্যারিয়ারের আশা করেন।

রুবেল বলেন, ‘মাশরাফি ভাই অনেক বছর ধরে খেলছেন। চেষ্টা করলে আমিও নিশ্চয় পারব। রুবেল হোসেন হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে বলার সময় এখনও আসেনি। দেশের জন্য এতদিন খেলছি, যা কিছু করতে পেরেছি তারচেয়েও অনেক বেশি করার আছে। সামনের দিনগুলো চ্যালেঞ্জ হিসেবেই নিতে হবে। আমার স্কিল ঠিক আছে, জোরে বল করতে পারি। ফিটনেস নিয়ে কাজ করলে সুন্দর সময় ফিরবেই।’

রুবেল হোসেন সর্বশেষ বিপিএলে ভালো করেছেন। সেটাই তাকে আত্মবিশ্বাস দিয়েছে। এছাড়া জাতীয় দলের চিন্তা থেকে তিনি বাদ পড়ে যাননি। তবে বিসিবির চুক্তি থেকে দীর্ঘদিন বাদ তিনি। খারাপ লাগলেও কিছু করার নেই বলে জানান রুবেল, ‘চুক্তিতে না থাকলে খারাপ লাগা স্বাভাবিক। কিন্তু এটা তো আমার হাতে নেই। যতদিন খেলব চেষ্টা করব ভালো খেলতে। চুক্তি নিয়ে আমি ভাবছি না।’

রুবেল কেন্দ্রিয় চুক্তির চেয়ে জাতীয় দলে খেলতে পারাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মধ্যে থাকলে ঘরোয়া ক্রিকেটে ক্লাবগুলোর নজরে আসা যায়। ভালো দল পাওয়া যায়। জাতীয় দলের বর্তমান বোলিং ইউনিট নিয়ে বলেন, ‘দলে স্বাস্থ্যকর একটা প্রতিদ্বন্দ্বিতা এসেছে। প্রতিযোগিতা থাকলে সবার ভালো করার চ্যালেঞ্জ থাকে। এটা ভালো দিক। তিন সংস্করণে ম্যাচ ফি বেড়েছে। নিয়মিত খেলতে পারলে আর্থিকভাবে লাভবান হবো। এটা মাথায় রেখে হলেও জাতীয় দলে নিয়মিত হতে চেষ্টা করব।’

Pin It