রোজায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

1741184182.cng

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পূরণে রমজান মাসে ঢাকা মহানগরীর সিএনজি স্টেশনগুলো সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকবে।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার জন্য পেট্রোবাংলাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছর রমজানে স্টেশনগুলো বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

গত বছরের ৬ এপ্রিল পর্যন্ত এ নিয়মে বন্ধ ছিল সিএনজি স্টেশন। এরপর সেটি আগের মতো সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত রাখা হতো।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়। অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল।

Pin It