লকডাউন শেষ হলেও করোনা এখনও যায়নি: মোদি

image-192596-1603209871

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ভারতে লকডাউন শেষ হয়েছে। কিন্তু করোনা ভাইরাস এখনও রয়েছে।

তিনি বলেন, জরুরী অবস্থা থেকে শুরু করে দেশবাসী এক লম্বা সফরের মধ্যে দিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কাজেও গতি দেখা যাচ্ছে। মানুষ জীবনের গতি ফেরাতে ঘর থেকে বাইরে চলে আসছে।

দুর্গা পূজার উৎসব নিয়ে মোদি বলেন, উৎসবের সময় বাজারে ভিড় লক্ষ করা যাচ্ছে। কিন্তু আমাদের ভুললে চলবে না যে লকডাউন চলে গেলেও ভাইরাস যায়নি। গত সাত আট মাসে প্রত্যেক ভারতীয়র চেষ্টায় দেশ আজ যে পরিস্থিতিতে রয়েছে, তাকে বিগড়াতে দেওয়া যাবে না। বরং আরও শুধরাতে হবে।

আরও পড়ুন: বন্দুক যুদ্ধে কাশ্মীরের ৪ সশস্ত্র বিদ্রোহী নিহত

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখনও মাস্ক পরছেন না। তারা হয় ভীতি কাটিয়ে উঠেছেন, নয়তো খুব হাল্কা ভাবে নিচ্ছেন। কিন্তু এটা একদমই ঠিক নয়। আপনারা মাস্ক ছাড়া বাইরে বেরচ্ছেন মানে, নিজেকে, নিজের পরিবারের শিশু, প্রবীণ-সহ সবাইকে বিপদে ফেলছেন।

Pin It