লগি-বৈঠার তাণ্ডবের প্রতিশোধ নিতেই ৫ আগস্টের সৃষ্টি: সাঈদীপুত্র

Nagarkanda-671e74bae2ee1

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার লিপ্সায় রক্তাক্ত ২৮ অক্টোবরের সৃষ্টি করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিশোধ নিতেই ৫ আগস্টের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার যে গুম খুন লুণ্ঠন অত্যাচার নির্যাতন করেছে তার প্রতিবাদেই ৫ আগস্টের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একাত্তরের স্বাধীনতায় ঠিকই নেতৃত্ব দিয়েছিল কিন্তু ক্ষমতায় আসার পর তাদের খুনের নেশা চেপে বসে। তাদের সেই পৈশাচিক তাণ্ডবের কারণেই তাদের পতন হয়েছে। জনগণের আক্রোশ থেকে বাঁচতে খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

রোববার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির (মডেল স্কুল) মাঠে এক সমাবেশে এসব কথা বলেন সাঈদীপুত্র।

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, আওয়ামী লীগের খুনিরা বিনা অপরাধে যাদের ফাঁসি দিয়েছে, ক্ষমতায় টিকে থাকার লিপ্সায় যাদের হত্যা করেছে, তাদের রক্ত বৃথা যেতে দেব না। এই বাংলার মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামীতে আপনারা তাদেরকেই ভোট দেবেন যারা ন্যায় ও কুরআনের পক্ষে। আপনারা তাদের পক্ষে থাকবেন যারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আগামীতে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর পতাকা তলে আসার আহ্বান জানাই। আমরা আজীবন আপনাদের পাশে থাকতে চাই। একটি সুন্দর দেশ গড়ার জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখার আমির মাওলানা মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ইসলামি আলোচক অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান এবং মো. আবু হারিচ মোল্যা, দলটির নগরকান্দা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, আইনবিষয়ক সম্পাদক মো. সরোয়ার হোসেন প্রমুখ।

Pin It