লা লিগার শিরোপা জয়ে বার্সার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ

image-165824-1594483609

লা লিগায় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। ১০ জুলাই আলাভেসকে হারিয়ে শিরোপা জয়ের সুভাস পাচ্ছে রিয়াল। দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়েই থাকলো রিয়াল মাদ্রিদ। শিরোপা জয় নিশ্চিত করতে রিয়ালের দরকার আর মাত্র দুটি জয়।

৩৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ এখন ৮০ পয়েন্ট। সমান ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট। উভয় দলের তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে রিয়াল মাদ্রিদ দুটিতে জিতলেই অর্থাৎ আর ৬ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে বার্সেলোনা তাদের শেষ তিন ম্যাচের তিনটি জিতলেও ধরতে পারবে না জিদানের শিষ্যদের।

অবশ্য শেষ তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে জয় পেলেও শিরোপা রিয়ালের ঘরেই উঠবে। সেক্ষেত্রে রিয়াল ও বার্সার সমান ৮৫ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে কাতালানদের চেয়ে এগিয়ে থাকবে লস ব্লাঙ্কোসরা।

শুক্রবার রাতে ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে জিদান রক্ষণভাগে পাননি তার বহুদিনের পরীক্ষিত সৈনিক অধিনায়ক সার্জিও রামোস, দানি কারবাহাল ও মার্সেলোকে। নিষেধাজ্ঞার কারণে এদিন খেলতে পারেননি রামোস ও কারবাহাল। অন্যদিকে ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলিয়ান মার্সেলো। তাতে অবশ্য জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি রিয়ালকে।

১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা। আর বিরতির পর ৫০ মিনিটে মার্কো আসেনসিও গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। বেনজেমা একটি গোল করার পাশাপাশি অপর গোলটিতে সহায়তাও করেন।

Pin It