বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টানা ৯৩ দিন বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে স্প্যানিশ লা লিগা। বৃহস্পতিবার রাতে দর্শক শূন্য মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে সেভিয়া।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে সেভিয়া। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোলটি আসে। আর্জেন্টাইন ওকাম্পোস সেভিয়াকে এগিয়ে দেন। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। এই গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দেস।
এই জয়ে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সেভিয়া। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।