লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

image-154252-1590688805 (1)

লিবিয়ায় ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করেছে মানবপাচারকারী পরিবারের সদস্যরা। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি ও ৪ জন আফ্রিকান। এক মানবপাচারকারীকে হত্যার প্রতিশোধ হিসেবে তার পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে জানিয়েছে লিবিয়া সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মিজদা শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় জিনতান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, উন্নত জীবনের আশায় তেলসমৃদ্ধ দেশ লিবিয়ায় পারি জমান অনেক দেশের অভিবাসী। এছাড়াও অবৈধ পথে ইউরোপে পারি দেওয়ার জন্যও বিপুল সংখ্যক অভিবাসী লিবিয়ায় পা রাখেন।

লিবিয়ার আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র সাফা মসলে বলেন, আমরা কিছুক্ষণ আগেই এই ঘটনার খবর জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

Pin It