লেবার পার্টির শেডো কেবিনেটে স্থান পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এমপি। এডুকেশন ডিপার্টমেন্টের চিলড্রেন এন্ড অ্যার্লি ইয়ার্স মিনস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
আর এডুকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিডারশিপ প্রতিদ্বন্দ্বী রেবেকা লং বেইলি। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।
বৃহস্পতিবার পুর্নাঙ্গ শেডো কেবিনেট গঠন করেছেন লেবার পার্টির নবনির্বাচিত লিডার স্যার কিয়ার স্টারমার। ৪ এপ্রিল লেবার পার্টির লিডারশিপ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।
শেডো কেবিনেটে আরো স্থান পেয়েছেন লিডারশিপ প্রতিদ্বন্দ্বী- লিসা নন্দী, এমিলি থর্নবারি এবং জেসিকা ফিলিপ।
লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে।