যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা জেরোমি কর্বিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির সাতজন এমপি।
ব্রেক্সিট ইস্যুতে জেরোমি কর্বিনের সঙ্গে একমত না হওয়া ও তার ইহুদি বিদ্বেষের অভিযোগে দলটি থেকে পদত্যাগ করেছেন তারা। খবর বিবিসির
দলত্যাগ করা সাত এমপি হলেন- চুকা উমুন্না, লুসিয়ানা বার্জার, ক্রিস লেসলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গিপস, গেভিন শুকার এবং অ্যান কফি।
এ ঘটনায় হতাশা প্রকাশ জেরোমি কর্বিন বলেন, দলের যে নীতি ২০১৭ সালের নির্বাচনে লাখ লাখ মানুষের মধ্যে প্রেরণা জাগিয়েছে, সেই নীতির জন্য কাজ করে যেতে তারা ব্যর্থ হলেন।
তবে দলত্যাগী নেতারা নতুন দল গঠন করছে না বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। স্বতন্ত্র এমপিদের অংশ হিসেবে তারা পার্লামেন্টে বসবেন।