ল্যাবুশানের সেঞ্চুরিতে গাব্বায় প্রথম দিন শেষে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

image-214583-1610698982

অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানের দুর্দান্ত সেঞ্চুরিতে গাব্বায় ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ভালো জায়গায় অস্ট্রেলিয়া। অনভিজ্ঞ ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছে তারা। অজি ক্যাপ্টেন টিম পেইন ৩৮ এবং ক্যামেরন গ্রিন ২৮ রানে অপরাজিত আছেন।

গাব্বায় সিরিজ নির্ধারক টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের৷ মাত্র ১৭ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের সেঞ্চুরিকারী স্টিভ স্মিথকেও বড় রান করতে দেয়নি অনভিজ্ঞ ভারতীয় বোলিং। ল্যাবুশানেও দ্রুত আউট হতে পারতেন। তার ক্যাচ মিস না দিলে দিনের শেষে ভালো জায়গায় থাকতে পারত ভারত।

ভারতীয় ফিল্ডারদের ক্যাচ ফেলার সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্রিকেটে তাঁর পঞ্চম সেঞ্চুরিটি করেন ল্যাবুশানে। নভদীপ সাইনির বলে গালিতে তার সহজ ক্যাচ ছাড়েন ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে। তখন মাত্র ৩৭ রানে ব্যাটিং করেছিলেন ল্যাবুশানে। হাফ-সেঞ্চুরির আগে আরও একবার সুযোগ দিয়েছিলেন ডানহাতি অজি ব্যাটসম্যান। ব্যক্তিগত ৪৮ রানে ল্যাবুশানেকে দ্বিতীয়বার জীবন দেয় ফিল্ডাররা। এবার প্রথম স্লিপে তার ক্যাচ ছাড়েন চেতেশ্বর পূজারা।

এর পর পিছন ফিরে তাকাননি ল্যাবুশানে। ভারতীয় বোলিংয়ের অনভিজ্ঞতাক কাজে লাগিয়ে সেঞ্চুরিপূর্ণ করেন তিনি। ১৯৫ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিতে পৌঁছন ল্যাবুশানে। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১০৮ রানে টি নটরাজনের বলে পুল করতে গিয়ে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

Pin It