ঈদুল ফিতর উপলক্ষে দেশের ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘শান’। মুক্তির প্রথম দিনেই ভালো সাড়া পাচ্ছে সিনেমা।
ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দেখতে দর্শকরা ভিড় করছেন।
এই সিনেমাটি দিয়ে ‘পোড়ামন ২’-এর পর ফের একবার জুটি বেঁধে প্রেক্ষাগৃহে হাজির হলেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। ঈদের দিন দুপুর থেকে রাজধানীর প্রেক্ষাগৃহগুলো ঘুরে ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া জানছেন তারা।
প্রথমে তারা যান মতিঝিলের ‘মধুমিতা’ হলে। সেখানে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
সিয়াম আহমেদ বলেন, ‘হলে আসার পর মনে হলো আমার ঈদ শুরু হয়েছে। দর্শকদের সঙ্গে দেখা করতে পারব, ঈদের আনন্দ শেয়ার করতে পারব- সেজন্যই প্রেক্ষাগৃহে আসা। এখন পর্যন্ত ‘শান’ কেমন চলছে- সেটা বিস্তারিত জানি না। তবে সামাজিক মাধ্যম থেকে যতটুকু জেনেছি, খুব ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ্। ’
পূজা বলেন, ‘ঢাকার যেসব হলে ‘শান’ মুক্তি পেয়েছে এর সবগুলোতে যাওয়ার ইচ্ছা আছে। রিভিউ ভালোই পাচ্ছি। এখন দেখি সামনে কী হয়। ’
মধুমিতা থেকে শ্যামলী সিনেমা হলে গিয়েছে ‘শান’ টিম। সন্ধ্যায় তারা থাকবে মিরপুরের স্টার সিনেপ্লেক্সে।
‘শান’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। সত্য ঘটনা অবলম্বনে পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে এটি নির্মিত।
জানা যায়, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়াতেও একযোগে ঈদের দিন মুক্তি
সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
সিয়াম-পূজা ছাড়াও ‘শান’-এ আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।