শাহজালালে ২৪ কেজি স্বর্ণ জব্দ

image-122823-1579111133

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪ কেজি ওজনের স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা। বুধবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিমানের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সেগুলো উদ্ধার করেন কাস্টমস সদস্যরা।

জানা গেছে, বাংলাদেশ এয়ারলাইন্সেন বিজি-০৮৫ ফ্লাইট তল্লাশির সময় বিজনেস ক্লাসের ৪টি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু পান কাস্টমস সদস্যরা। পরে সেগুলো বিমান বন্দরের ভেতরে ব্যাগেজ কাউন্টারে এনে খুলে ২৪টি স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতিটির ওজন এক কেজি করে। জব্দ স্বর্ণের মূল্য প্রায় সতেরো কোটি টাকা।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Pin It