করোনাভাইরাসের দুর্যোগে বাংলাদেশের শিল্পীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে লন্ডন ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস|
তাদের এই উদ্যোগে যুক্ত হয়েছে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও অন্যান্য শিল্পীরা। সংগৃহিত অর্থ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের মাধ্যমে শিল্পীদের প্রয়োজনে বিতরণ করা হবে।
২৪ এপ্রিল সংগীত পরিবেশন করবেন শিল্পী মিতা হক।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ এপ্রিল লন্ডন সময় বিকেল ৫টা আর দেশীয় সময় রাত ১০টা থেকে প্রতি সপ্তাহে দুই দিন ফেইসবুক লাইভে ‘প্রত্যয়’ নামক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে অর্থ সংগ্রহ করার এই প্রচেষ্টা শুরু করছেন|
২৭ এপ্রিল ওই একই সময়ে থাকবেন লোকসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার| আর ১ মে থাকবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা|
ডক্টর ইমতিয়াজ আহমেদের পরিচালনায় আনন্দধারার এই উদ্যোগে অংশ নিতে এগিয়ে এসেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, লোকসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার, লাইসা আহমেদ লিসা প্রমুখ|
প্রতি সপ্তাহের অনুষ্ঠানের বিস্তারিত জানতে ও অর্থ পাঠানো সম্পর্কে জানা যাবে আনন্দধারা আর্টসের ফেইসবুক পেইজ থেকে।