শুরু হলো আগামী অর্থবছরের বাজেট কার্যক্রম, প্রস্তাব চেয়েছে এনবিআর

image-223434-1613712398

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটের কার্যক্রম শুরু করেছে অর্থমন্ত্রণালয়ের বাজেট প্রস্তুতের সঙ্গে জড়িত অন্যতম প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষত রাজস্ব আহরণসংক্রান্ত নীতিমালা তৈরিতে বড় ভূমিকা থাকে এনবিআরের।

এ লক্ষ্যে অতীতের বছরগুলোর মতো এবারও ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে প্রস্তাব চেয়েছে এনবিআর।

আগামী ৮ মার্চের মধ্যে এ প্রস্তাব দিতে অনুরোধ জানানো হয়েছে। এনবিআর সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বাজেট সমন্বয়ের লক্ষ্যে এনবিআরের প্রথম সচিব মো. গোলাম কবীরকে প্রধান বাজেট সমন্বয়কারীর দায়িত্ব দিয়ে একটি দল গঠন করা হয়েছে।

বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের একটি সফটকপি ই-মেইলে ([email protected]) পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

Pin It