আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রথান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পেট্রবাংলার চেয়ারম্যানব ডঃ মোহাম্মদ হাসান মনসুর
তাছাড়াও বিশেষ অতিথি হিসাবে ক্তব্য রাখেন শেরেবংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য ডঃ কামাল উদ্দিন আহাম্মদ, জিজিএন২৪ডটকন সম্পাদক ও সোনার বাংলা টিভির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান ও সাধনা সংসদের মহা সচিব এড্যঃ দেলোয়ার হোসেন ভৃইয়া ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ শামীম রেজা তাজু ও সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সাথারন সম্পাদক এম আখতার হোসেন ।
অনুষ্ঠানে মিলাদ ও তবারক বিতরন করা হয় ।