শেষ আটে কে কার মুখোমুখি

1670385999_500-321-Inqilab-white

রোমাঞ্চকর সব লড়াইয়ের মাধ্যমে শেষ হয়েছে ২০২২ বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ তথা শেষ ষোলো। এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল; যেখানে মুখোমুখি হবে শেষ আট দল।

শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে ৩-১ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। এরপর আর্জেন্টিনা ২-১ গোলে হারায় অস্ট্রেলিয়াকে এবং ফ্রান্সের কাছে ৩-১ গোলে হারে পোল্যান্ড। ইংল্যান্ডের ৩-০ গোলে হারায় সেনেগালকে।

এরপর ক্রোয়েশিয়া ও জাপানের মধ্যকার ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় গড়ায় টাইব্রেকারে। এবারের বিশ্বকাপে প্রথম টাইব্রেকারে গড়ানো ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয় ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়াটরা।

শেষ ষোলোর শেষদিকে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেন ব্রাজিল। তবে আসল চমক দেখায় মরক্কো। এবার গোলশূন্য ১২০ মিনিট শেষে পেনাল্টি শুট-আউটে তারা হারিয়ে দেয় ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনকে। আর এই পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল।

আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শেষ আটের লড়াই। একনজরে দেখে দিন শেষ আটে উঠে আসা দলগুলোর মধ্যে কে কার মুখোমুখি হবে-

তারিখ                 সময়                       ম্যাচ
৯ ডিসেম্বর         রাত ৯টা              ক্রোয়েশিয়া-ব্রাজিল
৯ ডিসেম্বর    দিবাগত রাত ১টা    আর্জেন্টিনা-নেদারল্যান্ডস
১০ ডিসেম্বর      রাত ৯টা               মরক্কো-পর্তুগাল
১০ ডিসেম্বর   দিবাগত রাত ১টা      ইংল্যান্ড-ফ্রান্স

Pin It