শেষ ম্যাচে এসেও জমজমাট ইংলিশ লিগ

aHR0cHM6Ly93d3cuZGFpbHlqYW5ha2FudGhhLmNvbS9jbG91ZC11cGxvYWRzL2RlZmF1bHQvYXJ0aWNsZS1pbWFnZXMvMjAyMDA3LzE1OTU3NTA4MjJfNDUuanBn

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। সাত ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। লিগ টেবিলের প্রথম চারটি দল আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে। তাই প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে এসে তৃতীয় ও চতুর্থ স্থানে ওঠার জমজমাট লড়াই দেখা মিলবে।

৩৭ ম্যাচের ১৭ জয় ও ১২ ড্র করে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে পার্থক্যে চতুর্থ স্থানে রয়েছে চেলসি। অন্যদিকে লেস্টার সিটি সমান সংখ্যক ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।

রোববারের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না কেউই। মজার বিষয় হচ্ছে ম্যানচেস্টারের প্রতিপক্ষ লেস্টার। অন্যদিকে উলভারহাম্পটনের বিপক্ষে খেলবে চেলসি।

এদিকে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও লিভারপুল। আর্সেনাল মুখোমুখি হবে ওয়াটফোর্ডের। চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে লড়বে নিউক্যাসল। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

Pin It