নির্বাচন কমিশনে অনুষ্ঠেয় সংলাপের বক্তব্য রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের নেতাদের শোনাবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জেলা পর্যায়ে প্রজেক্টর বসাবে ইসি। সেখানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তবে কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর বিষয়ে গতকাল সিদ্ধান্ত নেয়নি ইসি। জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিয়ে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় নেতাদের বাদ দিয়ে শুধু জেলা পর্যায়ের নেতাদের সংলাপের বক্তব্য শোনানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসির কয়েকজন কর্মকর্তা। নাম গোপন রাখার শর্তে তারা বলেন, কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন জেলা নেতারা। সেই কেন্দ্রীয় নেতাদের বাদ দিয়ে জেলা নেতাদের এমন উদ্যোগ নির্বাচন কর্মকর্তাদের ওপর বাড়তি চাপ ছাড়া কিছুই নয়। তারা আরও বলেন, বিএনপিসহ অনেক রাজনৈতিক দল ইসির সংলাপের আমন্ত্রণে সাড়া দেয়নি। মাঠ পর্যায়েও এভাবে সাড়া না দিলে তা কমিশনের প্রতি তাদের অনাস্থার বিষয়টি আবারও সামনে চলে আসবে।
জানা গেছে, আগামী ৪ অক্টোবর ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক একদিনের কর্মশালা নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ওই কর্মশালায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামছুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ও বেগম কবিতা খানমসহ ১২ জন আলোচককে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক ও শিক্ষকও রয়েছেন। ওই সংলাপ নির্বাচন ফেসবুক পেইজ ও জুমের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে। নির্বাচন কমিশনের জেলা নির্বাচন কর্মকর্তাদের সেটি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানাতে বলা হয়েছে। এ অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে টাকা বরাদ্দ দেওয়া হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সুধীজনদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক কর্মশালার আয়োজন করেছিল ইসি। ওই সংলাপের কিছু অংশ ইসির ফেসবুক পেইজে সম্প্রচার করলেও এক পর্যায়ে তা বন্ধ করে দেওয়া হয়।