সকালের যেরকম নাস্তা দ্রুত বয়স বাড়ায়

sugary-cereal-reuters-311221

সকালের নাস্তায় বাড়তি চিনিযুক্ত খাবার নানান স্বাস্থ্য ঝুঁকি বাড়ানোর পাশাপাশি চেহারায় দ্রুত বয়সের ছাপ ফেলে।

বয়সের সঙ্গে সঙ্গে দেহে নানান পরিবর্তন আসে। যেমন- ধমনী ও গ্রন্থির সংকোচনের জন্য হৃদস্বাস্থ্যে পরিবর্তন, হাড় দুর্বল হয়ে যাওয়া, পেশির স্থিতিস্থাপকতা হ্রাস ইত্যাদি।

এছাড়াও, মূখ্য কিছু পরিবর্তন যেমন- হজমে ও বিপাকীয় সমস্যা ইত্যাদি দেখা দেয়।

যদিও এই পরিবর্তন খুব স্বাভাবিক এবং অপ্রতিরোধ্য তবে কিছু স্বাস্থ্যকর নিয়ম মেনে চললে তা ধীর করা সম্ভব।

‘গো ওয়েলনেস’ বইয়ের লেখক ও ফ্লোরিডার নিবন্ধিত পুষ্টিবিদ কোর্টনি ডি’অ্যাঞ্জেলো বয়সের ছাপ দ্রুত করে এমন কিছু খাবার সম্পর্কে জানান ইট দিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে।

যেভাবে সিরিয়াল খাবার বয়সের ছাপ দ্রুত করে

সকালের নাস্তায় সহজ, দ্রুত এবং সাশ্রয়ী খাবার হিসেবে সিরিয়াল-জাতীয় খাবার বেশ জনপ্রিয়। যারা খুব বেশি ব্যস্ত দিন কাটান তাদের জন্য এই ধরনের খাবার প্রস্তুত করা বেশ সহজ। ফলে চাহিদাও বেশি।

তবে এসব খাবারে থাকা উপকরণ যেমন- বাড়তি চিনি, প্রক্রিয়াজাত আটা ইত্যাদি বয়সের ছাপ দ্রুত করে বলে সতর্ক করে দেন ডি’অ্যাঞ্জেলো।

২০১৫ সালের ‘স্কিন থেরাপি লেটারস’য়ে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, বাড়তি শর্করা দেহে গ্লাইকেশন নিঃসরণ বাড়ায় যা চেহারায় দ্রুত বয়সের ছাপ ফেলতে প্রভাব রাখে।

ডি’অ্যাঞ্জেলো আরও বলেন, “বাড়তি চিনি ও প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেইট উচ্চ প্রদাহজনক এবং এগুলো বেশি খাওয়া ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে, দীর্ঘস্থায়ী নিম্ন মাত্রার প্রদাহ এবং দুর্বল অন্ত্রের সুস্থতা বয়সের ছাপ দ্রুত করার জন্য দায়ী।”

বিকল্প খাবার

মিষ্টি-ধরনের সিরিয়াল খাওয়ার বদলে ডি’অ্যাঞ্জেলো প্রদাহনাশক খাবার খাওয়ার পরামর্শ দেন।

তার মতে, সকালের নাস্তায় ওটমিল খাওয়া বেশি উপকারী। এতে পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়া যায়।

উদাহরণ স্বরূপ, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে ওটসের সঙ্গে ছানার পানি বা ঘোল যোগ করে প্রোটিনের চাহিদা পূরণ করা যায়।

এছাড়াও, অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করতে ফল, ওমেগা-থ্রি’র জন্য তিসির বীজ (মস্তিষ্কের সুস্থতার জন্য উপকারী) যোগ করা যেতে পারে।

Pin It