সঞ্চয়পত্রে বেশি বিনিয়োগ কী হারে সুদ কমবে, জানাল কেন্দ্রীয় ব্যাংক

savings-certificate-260921-01

কোন সঞ্চয়পত্রে কত টাকা খাটালে মেয়াদ অনুযায়ী কী পরিমাণ মুনাফা মিলবে, তার বিস্তারিত ছক একটি সার্কুলারে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

যারা ছয় ধরনের সঞ্চয়পত্র ও বন্ডে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন, তারা মুনাফা পাবেন অন্যদের তুলনায় কম। বিনিয়োগের অংক ৩০ লাখ টাকার বেশি হলে মুনাফা আরও কমবে।

বিনিয়োগের অংকের ভিত্তিতে তিন ধাপে লাভের হার ঠিক করে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২১ সেপ্টেম্বর জাতীয় সঞ্চয়পত্রে মুনাফার হার পুনঃবণ্টন করে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

দেশে চলমান নয়টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ছয়টিতে বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে আনা হয়েছে।

এগুলো হল: ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাব ও ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড।

তবে ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মুনাফা অপরিবর্তিত রাখা হয়েছে।

যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন, শুধু তাদের জন্য পরিবর্তিত এই হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি পুনঃবিনিয়োগ করলেও নতুন হারে মুনাফা দেওয়া হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান- দুই ক্ষেত্রেই মুনাফার নতুন হার প্রযোজ্য হবে।

সঞ্চয় স্কিম

মেয়াদ

বর্তমান মুনাফার হার (%)

পুনঃনির্ধারিত মুনাফার হার (ক্রমপুঞ্জিভূত বিনিয়োগের ওপর)

১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে

৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে

৩০ লাখ টাকার বেশি বিনিয়োগে

পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

প্রথম বছর শেষে

৯.৩৫

৯.৩৫

৮.৫৪

৭.৭১

দ্বিতীয় বছর শেষে

৯.৮০

৯.৮০

৮.৯৫

৮.০৮

তৃতীয় বছর শেষে

১০.২৫

১০.২৫

৯.৩৬

৮.৪৫

চতুর্থ বছর শেষে

১০.৭৫

১০.৭৫

৯.৮২

৮.৮৬

পঞ্চম বছর শেষে

১১.২৮

১১.২৮

১০.৩০

৯.৩০

তিনমাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র

প্রথম বছর শেষে

১০

১০

৯.০৬

৮.১৫

দ্বিতীয় বছর শেষে

১০.৫০

১০.৫০

৯.৫১

৮.৫৬

তৃতীয় বছর শেষে

১১.০৪

১১.০৪

১০

৯.০০

পেনশনার সঞ্চয়পত্র

প্রথম বছর শেষে

৯.৭০

৯.৭০

৮.৮৭

৮.০৪

দ্বিতীয় বছর শেষে

১০.১৫

১০.১৫

৯.২৮

৮.৪২

তৃতীয় বছর শেষে

১০.৬৫

১০.৬৫

৯.৭৪

৮.৮৩

চতুর্থ বছর শেষে

১১.২০

১১.২০

১০.২৪

৯.২৯

পঞ্চম বছর শেষে

১১.৭৬

১১.৭৬

১০.৭৫

৯.৭৫

পরিবার সঞ্চয়পত্র

প্রথম বছর শেষে

৯.৫০

৯.৫০

৮.৬৬

৭.৮৩

দ্বিতীয় বছর শেষে

১০.০০

১০.০০

৯.১১

৮.২৫

তৃতীয় বছর শেষে

১০.৫০

১০.৫০

৯.৫৭

৮.৬৬

চতুর্থ বছর শেষে

১১.০০

১১,০০

১০.০৩

৯.০৭

পঞ্চম বছর শেষে

১১.৫২

১১.৫২

১০.৫০

৯.৫০

ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব

৭.৫০

অপরিবর্তিত

ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাব

প্রথম বছর শেষে

১০.২০

১০.২০

৯.৩১

৮.৪১

দ্বিতীয় বছর শেষে

১০.৭০

১০.৭০

৯.৭৭

৮.৮২

তৃতীয় বছর শেষে

১১.২৮

১১.২৮

১০.৩০

৯.৩০

সঞ্চয় স্কিম

মেয়াদ

বর্তমান মুনাফার হার (%)

পুনঃনির্ধারিত মুনাফার হার (ক্রমপুঞ্জিভূত বিনিয়োগের ওপর)

১৫ লাখ টাকা পর্যন্ত

৩০ লাখ টাকা পর্যন্ত

৩০ লাখ টাকার বেশি

৫০ লাখ টাকার বেশি

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড

৬ থেকে ১২ মাস

৮.৭০

৮.৭০

৭.৯৮

৭.২৫

৬.৫৩

১২ থেকে ১৮ মাস

৯.৪৫

৯.৪৫

৮.৬৬

৭.৮৮

৭.০৯

১৮ থেকে ২৪ মাস

১০.২০

১০.২০

৯.৩৫

৮.৫০

৭.৬৫

২৪ থেকে ৬০ মাস

১১.২০

১১.২০

১০.২৭

৯.৩৩

৮.৪০

মেয়াদ শেষে

১২.০০

১২.০০

১১.০০

১০.০০

৯.০০

ইউএস ডলার প্রিমিয়াম বন্ড

প্রথম বছর শেষে

৬.৫০

অপরিবর্তিত

দ্বিতীয় বছর শেষে

৭.০০

অপরিবর্তিত

তৃতীয় বছর শেষে

৭.৫০

অপরিবর্তিত

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড

প্রথম বছর শেষে

৫.৫০

অপরিবর্তিত

দ্বিতীয় বছর শেষে

৬.০০

অপরিবর্তিত

তৃতীয় বছর শেষে

৬.৫০

অপরিবর্তিত

সার্কুলারে বলা হয়েছে, এই আদেশ জারির আগে যেসব সঞ্চয়পত্র কেনা হয়েছে সেগুলোতে কেনার সময়ের হারে ‍মুনাফা দেওয়া হবে। তবে মেয়াদ শেষে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে মুনাফার নতুন হার ।

সব সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জিভূত বিনিয়োগ বিবেচনা করে প্রযোজ্য হারে মুনাফা দেওয়া হবে। এই আদেশ জারির পরে বিনিয়োগ করা অর্থের মুনাফা দেওয়ার ক্ষেত্রে আগের বিনিয়োগ বিবেচনায় নিয়ে প্রযোজ্য হারে তা দেওয়া হবে।

যৌথ বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর বর্ণিত সব সঞ্চয় স্কিমে মোট বিনিয়োগের ওপর হিসাব করে ঠিক করা হবে তারা কী হারে মুনাফা পাবেন।

প্রত্যেক বিনিয়োগকারীর ক্রমপুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ আলাদাভাবে হিসাব করা হবে। সব সঞ্চয় স্কিমে মুনাফা দেওয়া হবে সরল হারে।

Pin It