সফল উদ্যোক্তারাই গড়বে ডিজিটাল বাংলাদেশ: পলক

palak-5dd4ee1226a0c

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার চায় তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে যেন সফল উদ্যোক্তা হয়। একজন উদ্যোক্তা সফল হলে বহু কর্মসংস্থানের সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি নির্ভর তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা দিচ্ছে। ২০২১ সালের মধ্যে এক হাজার স্টার্টআপ তৈরিতে সরকার সহায়তা করবে। সফল উদ্যোক্তারাই ডিজিটাল বাংলাদেশ গড়বে।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি তরুণ উদ্যোক্তা পৃষ্টপোষক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টার্টআপ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রথম আত্মপ্রকাশ করেছে। এরপর হয়ত ১৫০টি ইউনিভার্সিটি স্টার্টআপ নিয়ে আসবে, কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটির মতো প্রথম হতে পারবে না। বাংলাদেশ ইউনিভার্সিটির স্টার্টআপ থেকে হয়ত ভবিষ্যতে মিলিয়ন, বিলিয়ন ডলারের স্টার্টআপ তৈরি হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রামীনফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি।

Pin It