আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রত্যেকের জন্য চাকরি নিশ্চিত করা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শনিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা জানিয়ে তিনি বলেন, দলের অন্য চ্যালেঞ্জগুলো হলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ।
এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
কাদের বলেন, আবহাওয়ার কারণে টুঙ্গিপাড়া সফর বাতিল করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেদিনই এ সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
গত ২১ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন নবমবারের মতো দলের সভাপতির দায়িত্ব দেয়া হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। আর দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের।