সবার সঙ্গে থাকায় একা মনে করছেন না, মান্নাকে তারেক রহমান

1767624594-c27d0e20846040b8a57121fa1d4a9573

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই দেখা করতে আসায় নিজেকে একা মনে করছেন না। দেশ গড়ার কাজে সবাইকে সঙ্গে চান তিনি- এমনটি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সময় মান্না বলেন, বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শুধু শোক জানাতে এসেছিলাম।

রাজনৈতিক, নির্বাচন বা অন্য কোনো ইস্যুত আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, তারেক রহমান বাসযোগ্য রাজধানী, চিকিৎসা ব্যবস্থা, কৃষিসহ নানা খাত নিয়ে তার মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন।

Pin It