মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করেছে: মন্ত্রী

somo-rejaul-k-5cd5ac5308275

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, বলেছেন, বর্তমান সরকার সব সম্প্রদায়ের জন্য স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১১তম বার্ষিক ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার মন্ডল প্রমুখ।

গণপূর্ত মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিষ্টানের দেশ। এ দেশ কোন একক ধর্মীয় সম্প্রদায়ের দেশ নয়। দেশের সব মানুষ সব অধিকার ভোগ করবে। সংবিধানেও এটা বলা রয়েছে।

তিনি আরও বলেন, জঙ্গিদের আমরা নিঃশেষ করতে পারিনি জঙ্গিদের বিরুদ্ধে সব ধর্ম, বর্ণের মানুষকে সোচ্চার হতে হবে, তাহলেই আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্ত স্বার্থক হবে।

Pin It