সরকার সামাজিক অপরাধ ঠেকাতে পারছে না: রিজভী

rijvi-5cd6fa7ce83e8

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ধারাবাহিক নারী নির্যাতন চলছে। দেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী হলেও ধর্ষণের মতো অপরাধ অব্যাহত আছে। তিনি বলেন, যারা এ কাজগুলো করছে তাদের অধিকাংশ ক্ষমতাসীন দলের নেতাকর্মী। আর ক্ষমতাসীন দলের লোক বলেই তারা পার পেরে যাচ্ছে। তারা সরকারের আনুকূল্য পাচ্ছে। এজন্যই সরকার সামাজিক অপরাধ ঠেকাতে পারছে না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ‘গুম’ দিবস। তিনি মন্ত্রী এবং কয়েকবার এমপি ছিলেন। অথচ এখন তিনি ভারতে মানবেতর জীবনযাপন করছেন।

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহিলা দলের সহসভাপতি জেবা খান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

Pin It