সাকিব-রিয়াদের খুলনাই সবচেয়ে খরুচে

image-198406-1605194179

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। ড্রাফটে চার ক্যাটাগরিতে নাম উঠেছিল ১৫৭ ক্রিকেটারের। গতকাল অনুষ্ঠিত ড্রাফটে দল পেয়েছেন ৮০ ক্রিকেটার। পাঁচটি দলই সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার দলভুক্ত করেছে।

আইকন ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ঠিকানা হয়েছে জেমকন খুলনা। মিনিস্টার গ্রুপ রাজশাহী আইকন ক্রিকেটার না নেয়ায় সাকিব-রিয়াদকে পেয়ে যায় খুলনা। মুশফিকুর রহিম বেক্সিমকো ঢাকা, তামিম ইকবাল ফরচুন বরিশাল, মুস্তাফিজুর রহমান গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলবেন।

বৃহস্পতিবার দলগঠনে সবচেয়ে বেশি ব্যয় করেছে সাকিব-রিয়াদের খুলনা। সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ টাকা খরচ করেছে দলটি। ১ কোটি ১৩ লাখ করে খরচ করে চট্টগ্রাম ও বরিশাল, ঢাকা ১ কোটি ৩ লাখ ও রাজশাহী ১ কোটি ২ লাখ টাকা ব্যয় করেছে।

ফিটনেস টেস্ট উতরে গেলেও ড্রাফটে দল পাননি শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়রের মতো সিনিয়র ক্রিকেটাররা। এদিকে তামিমকে অধিনায়ক ঘোষণা করেছে বরিশাল।

ড্রাফট শেষে দলগুলোর চূড়ান্ত স্কোয়াড:

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।

গাজী গ্রুপ চট্টগ্রাম: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

Pin It