নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সাকিব আল হাসানের প্রথম টেস্ট। এত লম্বা সময় পর লম্বা সংস্করণে নামতে যাওয়ার আগে ছিল আবার চোটের কারণে না খেলায় শঙ্কা। কিন্তু তিনি সাকিব, চ্যালেঞ্জ নিতেই বেশি ভালোবাসেন। তাই সব একপাশে ঠেলে দারুণ এক ইনিংসের আভাস দিয়েছেন চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে। তার সঙ্গে টেস্টের নতুন পজিশনে সাবলীল ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শুরুর অপেক্ষায় লিটন দাস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্র্রথম টেস্টের প্রথম দিন শেষ করেছেন এই দুজন। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে। সাকিব অপরাজিত ৩৯ রানে, আর লিটন নতুন দিন শুরু করবেন ৩৪ রান নিয়ে। তাদের কাছে দ্বিতীয় দিনে দারুণ কিছুর প্রত্যাশা করছে বাংলাদেশ। আর সেটিই প্রথম দিন শেষে জানিয়ে গিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে কথা বলা ওপেনার সাদমান ইসলাম।
ভালো শুরুর পরও বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান বোলারদের। উইকেট মোটেও কঠিন ছিল না। সাদমান জানালেন, ব্যাটিংয়ের জন্য বরং উপযুক্ত উইকেট ছিল প্রথম দিনে, ‘অবশ্যই উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল। ভালো উইকেট ছিল। আমাদের একটু বেশিই উইকেট পড়ে গেছে।’
তবে সাকিব-লিটনের ব্যাটিং আশা জাগাচ্ছে বাংলাদেশের। প্রথম দিনের শেষ বিকেলে তাদের প্রতিরোধে ৫ উইকেটে ২৪২ রান করেছে স্বাগতিকরা। তাই ভালো কিছুরই প্রত্যাশা করছেন সাদমান, ‘আশা করছি, সাকিব ভাই ও লিটন যেভাবে ব্যাটিং করছে, তাতে কাল (বৃহস্পতিবার) বড় কিছু হবে এবং ভালো একটা দিন যাবে আমাদের।’
সাদমান আউট হয়েছেন ৫৯ রানে। যদিও তিনি ভুল সিদ্ধান্তের বলি। অন্য ব্যাটসম্যানদের আউট অবশ্য দৃষ্টিকটু। তাই দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন সাদমান, ‘নিজের ভুলের কারণেই উইকেট দিয়ে এসেছি। তবে এখন আমরা বুঝে উঠতে পেরেছি। সাকিব ভাই ও লিটন যেভাবে ব্যাটিং করছে, ওরা খুবই ভালো ব্যাটিং করছে, আশা করছি কাল এই সমস্যা আর থাকবে না।’