সানগ্লো মিউজিক্যাল ফেস্ট: মঞ্চ মাতালেন চার তারকা

DSC_8050-(4)-5d3210220882d

বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় চার শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জমকালো ‘সানগ্লো মিউজিক্যাল ফেস্ট-১’। ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুক্রবার সন্ধ্যার এ আয়োজনে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। আয়োজনে ছিল এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট।

অনুষ্ঠানে ছিল বলিউডের বিগবসখ্যাত তারকা সানা খানের কোরিওগ্রাফি। ‘সা রে গা মা পা’র তারকা বাংলাদেশের গায়ক মাঈনুল আহসান নোবেল মঞ্চে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন রাত্রি চৌধুরী। তিনি পরপর ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘আমি ডানা কাটা পরী’, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ ও ‘মধু হই হই আরে বিষ হাওয়াইলা’ সঙ্গীত পরিবেশন করেন। এরপর নৃত্য পরিবেশন করেন ফ্লাইড্যান্স ওয়ার্ল্ড গ্রুপের সদস্যরা। এরপরই মঞ্চে আসেন তাসনিম আনিকা। ‘তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি’, ‘মন ভাবে যারে এই মেঘলা দিনে’, ‘ইটস মাই লাইফ’ এবং আইয়ুব বাচ্চুর স্মরণে ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হিসেবে ইনগ্লোট ও স্প্ল্যাশ এবং কো-পাওয়ার্ড বাই হিসেবে আছে প্রেমস কালেকশনস।

Pin It