সাভারে নতুন আক্রান্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক

image-147925-1588027236

সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাতজনই পোশাক শ্রমিক।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য জানিয়েছেন। তিনি সমকালকে বলেন, করোনা শনাক্ত হওয়া ৭ পোশাক শ্রমিক উলাইল এলাকার একটি কারখানা কাজ করতেন। আর অন্যজন ধামরাই এলাকার বাসিন্দা।

ডা. সায়েমুল হুদা জানান, শনাক্ত রোগীদের লালকুঠির করোনা হাসপাতালে রাখা হয়েছে। আক্রান্তদের অধিকাংশই সাভার পৌরসভার একটি এলাকার বাসিন্দা। ওই এলাকা লকডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার সভারের ৫১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে আটজনের ফল পজিটিভ আসে।  এ নিয়ে সাভার থেকে ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

Pin It