সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে সেনাবাহিনী

e-samakal-5e84c29d8ac04

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করতে আরও কঠোর হচ্ছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার থেকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে সমকালকে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে সেনাবাহিনী। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অন্য দেশের মতো দেশেও জনজীবনে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে এরই মধ্যে টহল দিচ্ছে সেনাবাহিনী।

Pin It