সাহেদ যেমন তার সরকারও তেমন: রিজভী

rizvi-samakal-5ee61b7f1aed8

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বলেছেন, ‘রিজেন্টের সাহেদ যেমন তার সরকারও তেমন। কেননা জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। আর সরকারও করোনা ভাইরাস নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে বিপদে ফেলছে।’

বুধবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, কোথাও চিকিৎসা নেই। স্বাস্থ্যখাতের দুর্নীতির সঙ্গে সরকার ও তাদের মন্ত্রী-এমপিদের ছেলেমেয়েরা জড়িত।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা দেশের মানুষ নিয়ে কোনো কাজ করেনি। জনগণকে অবিশ্বাস করে বলেই, জনগণকে অবজ্ঞা করে বলেই তারা রাতের অন্ধকারে নির্বাচন করে, তারা ভোটার ছাড়া নির্বাচন করে। কারণ তারা জনগণ যে একটা শক্তি সেটাকে পাত্তাই দেয় না ‘

রিজেন্ট হাসপাতালের কর্ণধার মো. সাহেদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘সাহেদ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য। আওয়ামী লীগের লেবাস লাগিয়ে লুটপাট করে সে এখন হয়ে গেলো হাওয়া ভবনের লোক। এসব কথা বলে সরকার বিভ্রান্ত তৈরির চেষ্টা করে। কিন্তু এতে জনগণ বিভ্রান্ত হয় না।’

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, এখন আরেকটা নাটক করছে। করোনা জালিয়াতি, লুটপাট আড়াল করার জন্য বিএনপির শরিয়তপুরে ধানের শীষের প্রার্থী নুরুউদ্দিন অপুকে রিমান্ডে নেওয়া হয়েছে।

হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব) এর উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিষেধক ওষুধ বিতরণ উপলক্ষে মেডিকেল ক্যাম্পের এই অনুষ্ঠানে ডা. অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ডা. শামসুজ্জোহা আলম, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম সেলিম, মহাসচিব ডা. শাহজালাল আহমেদ প্রমুখ।

Pin It