‘সিনেমার ডিজিটাল প্লাটফর্ম আমাদের জন্য আশীর্বাদ’

image-146703-1587594866

এবার সিনেমার ডিজিটাল প্লাটফর্ম ‘হৈচৈ’-এ মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সিনেমা ‘কাঠবিড়ালী’। চলতি বছরের ১৭ জানুয়ারি সারাদেশে মুক্তি পায় সিনেমাটি। দর্শকদের মন কাড়তে সক্ষম হয় সিনেমাটি। সিনেমাটিতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেন আসাদুজ্জামান আবীর।

করোনা ভাইরাসের কারণে লকডাউনের সময় স্পর্শিয়ার ভক্তদের জন্য নতুন খবর আগামীকাল ‘হৈচৈ’-এ মুক্তি পেতে যাচ্ছে কাঠবিড়ালী সিনেমাটি। এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা।

তিনি বলেন, ‘এখনও যারা ছবিটি দেখেননি তাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা আশা করছি দর্শকরা ডিজিটাল প্লাটফর্মেও সিনেমাটি নিয়ে আগ্রহ নিয়ে দেখবেন। এছাড়া আগামী যেকোনো ঈদে সিনেমাটি টেলিভিশনে মুক্তির পরিকল্পনা আছে আমাদের।’

স্পর্শিয়া বলেন, ‘খুব খারাপ একটা সময় যাচ্ছে পুরোবিশ্বে। ঘরে বসে সবাই হতাশ না হয়ে মনোবল বাড়ান। বিভিন্ন কাজে সঙ্গে সম্পৃক্ত হতে পারেন ঘরে বসে। সেটি সময়টাকে উত্ফুল্ল করে তুলবে। এই ডিজিটাল প্লাটফর্মগুলোতে সবাই সিনেমা দেখতে ব্যস্ত। আমি মনে করি সিনেমার ডিজিটাল প্লাটফর্ম আমাদের জন্য আশীর্বাদ। এই সময়ে এটি আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। আশা করি আমাদের সিনেমাটিও সবাই বেশ উপভোগ করবেন।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান প্রমুখ।

Pin It