সিরিআ’র শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো জুভেন্টাস

image-170617-1595866613

টানা নবমবারের মতো ইতালিয়ান সিরিআ’য় নিজেদের রাজত্ব প্রতিষ্ঠিত করলো জুভেন্টাস। ইউরোপের শীর্ষ লিগগুলোতে এতটা দাপট দেখাতে পারেনি আর কোন ক্লাবই।

মৌসুমের পর থেকেই দুর্দান্ত ধারাবাহিক ছিল জুভেন্টাস। পয়েন্ট টেবিলে প্রতিপক্ষ দলগুলোর চেয়ে যোজন যোজন ব্যবধান বজায় রেখেছে তারা। তবে শেষদিকে কিছুটা খেই হারিয়ে ফেলেছিল তারা। শেষ ৪ ম্যাচের মাত্র ১টিতে জয় পায় তারা। ফলে শিরোপা উৎসব করতে দেরিই হলো এতদিন।

তুরিনে নিজেদের মাঠে নামার আগে এবার হয়তো দৃঢ়প্রতিজ্ঞ ছিল রোনালদোরা। ম্যাচের শুরু থেকেই সাম্পদোরিয়াকে চেপে ধরে য়্যুভরা। ফল আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। পিয়ানিচের নেয়া ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে এটি তার ৩১ তম গোল।

৬৭ মিনিটে ফেডেরিকোর গোলে ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। একেবারে শেষমুহূর্তে পেনাল্টি মিস না করলে ব্যবধানটা আরো বড় হতে পারতো। তারপরও ম্যাচ জিতে ২ ম্যাচ হাতে রেখেই ৩৬তম শিরোপা উৎসব করে ফেললো জুভেন্টাস।

Pin It