সুবর্ণচরের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে ‘অন্যভাবে’ এসেছে: কাজী রিয়াজুল

riazul-haque-5c40b2f0941c2

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, সুবর্ণচরের ঘটনায় কমিশন থেকে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, তা সঠিকভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

বৃহস্পতিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত এক গবেষণা প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

কাজী রিয়াজুল হক বলেন, ‘সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় দোষী যে-ই হোক না কেন, তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে— এই কথাটি আমরা মিডিয়ার কাছে বলেছিলাম। সবার বোঝার স্বার্থে আমরা পুরো প্রতিবেদন দিয়ে দিয়েছিলাম। কিন্তু সুবর্ণচরের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে অন্যভাবে এসেছে। মেসেজটাকে যেভাবে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের মেসেজ ছিল না।’

কাজী রিয়াজুল হক বলেন, ‘মানবাধিকার কমিশনের কাছে মুখ্য বিষয় ছিল— একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন কি-না। কমিশন এটাই তদন্ত করেছে। নির্বাচন সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, কমিশনের চেয়ারম্যান হিসেবে যথাযথ কর্তৃপক্ষের কাছে ওই অভিযোগপত্র পাঠিয়ে দিতে বলেছি। আমরা তো সেখানে হাত দিতে পারব না। নির্বাচন সংক্রান্ত ব্যাপার, যেমন কে কাকে ভোট দিয়েছে, কে কোন দলের লোক, সেটা তারা দেখবে। সেটা তো আমাদের তদন্ত রিপোর্টে আসতে পারে না এবং আমরা এ ধরনের কোনো কথাও বলিনি।’

তিনি আরও বলেন, ‘সুবর্ণচরের ঘটনা যেদিন পত্রিকায় আসে, সেটা আমি দেখার সঙ্গে সঙ্গে একটি কমিটি গঠন করলাম। কমিটি করে আমরা তাদের পাঠিয়ে দিলাম ঘটনাস্থলে। ২ জানুয়ারি তারা সারাদিন সেখানে থেকে তদন্ত করেছে। তারা ফিরে আসার পর ৩ তারিখে রিপোর্ট তৈরি করে। মাঝখানে দু’দিন শুক্র ও শনিবার থাকায় ৬ তারিখে আমরা রিপোর্ট দেখে ওয়েবসাইটে দিয়ে দিই। তদন্ত কমিটি যখন কোনো রিপোর্ট করে, আমরা সেটা ওয়েবসাইটেই দিয়ে দিই। কারণ আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে যে, কারা কী বলছে তা জানার, তদন্ত কমিটির রিপোর্টে কী আছে তা জানার অধিকার আছে মানুষের।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা বলেছিলাম, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন, তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। সুতরাং তার সঙ্গে যারাই এ রকম করেছে, সে যে-ই হোক না কেন, তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আমরাই একমাত্র সংস্থা যারা প্রথমেই ওই জায়গায় গিয়েছিলাম।’

Pin It