বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে পুরো রাজধানী সেজেছে বর্ণিল সাজে। রাজধানীর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেজেছে নতুন আঙিকে।
এমনকি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কেও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ব্যানার-পোস্টার চোখে পড়ে।
জাতীয় পর্যায়ে দশ দিনব্যাপী অনুষ্ঠান ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অতিথিরা। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। বর্ণাঢ্য এ আয়োজনকে সামনে রেখেই রাজধানী সেজেছে বর্ণিল সাজে।