ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন প্রার্থীদের ভয় দেখিয়ে নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়।
এই নির্বাচন কর্মকর্তার ঘুষ-দুর্নীতি ও ব্যাংকে জমা ঘুসের টাকা নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বরখাস্তর আদেশপত্রে বলা হয়েছে- নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার গাজীরটেক ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী আব্দুর রউফ ও চেয়ারম্যান প্রার্থী আহসানুল হক মামুন নামে দুই প্রার্থীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় সংক্রান্ত অভিযোগটির সত্যতা মিলেছে।
এছাড়া তার সোনালী ব্যাংক শাখায় নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন ও নির্বাচনপরবর্তী সময়ে অর্থাৎ গত ৭ অক্টোবর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৫ হাজার টাকা জমা পাওয়া গেছে। তবে তদন্তে ওই টাকার সুনির্দিষ্ট উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি।
অভিযোগকারীদের কাছ থেকে ২ নভেম্বর ওই নির্বাচন কর্মকর্তার পৌনে দুই লাখ টাকা ঘুস হিসেবে গ্রহণের পরদিন তার ব্যাংকে জমা করা টাকার বিষয়ে সত্যতাও পাওয়া গেছে।