সেনাবাহিনীর সহযোগিতায় প্রথম আলো-ডেইলি স্টারের আগুন নির্বাপন

1766089064-8bd1dec14973c9d637a574f1948cd021

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকা অফিস ও ফার্মগেটে ডেইলি স্টার পত্রিকা অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ দুই গণমাধ্যমের আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, প্রথম আলো-ডেইলি স্টারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইলেও বিলম্বিত হয়, কারণ সড়কে অবস্থান করা শতশত লোকজন তাদের চলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নির্বাপনের কাজ শুরু করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাজাহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পাওয়া মাত্রই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়, কিন্তু রাস্তায় শত শত মানুষের বাধার কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বিলম্ব হয়। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নির্বাপনের কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষোভকারী শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা শ্লোগান দেন। একপর্যায়ে কিছুজন অফিসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়।

একই সময়ে ফার্মগেটের ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে একটি দল অফিসে হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে। এতে ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েন।

ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ দীপ্ত জানান, আগুনের ঘটনায় ছাদের ওপরে প্রায় ২০ জনের মতো অবস্থান নিয়েছিল। হামলাকারীরা আগুন ধরিয়ে দিলে ধোঁয়ায় চলাফেরা করা যাচ্ছিল না। পরে সাংবাদিকরা ছাদে অবস্থান নিয়ে নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেন।

পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

Pin It