সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। অপর সেমি-ফাইনালে মালদ্বীপের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে ভারত।
আগামী রোববার বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
চলতি আসরেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল দুই দল। ২০১৫ সালে নেপালের কাছে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল ভারতের। ২০১৭ সালের ফাইনালে নেপালের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
ভুটানকে হারানোর পর বাংলাদেশ কোচ পিটার টার্নার জানান শিরোপা লড়াইয়ের জন্য যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে প্রস্তুত তার দল।
“দারুণ পারফরম্যান্স। আবারও ছেলেরা পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছে। আমরা উপরে উঠে খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। দ্বিতীয়ার্ধে একটু ধীরগতির ছিলাম কিন্তু ক্লিনশিট নিয়ে ফাইনালে উঠেছি।”
“ফাইনালে মালদ্বীপ বা ভারত যে-ই উঠুক না কেন, দারুণ ম্যাচ হবে।”