সেরা অলরাউন্ডার হয়েই বিশ্বকাপে সাকিব

Shakib-samakal-5ce527c755a51

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ক্যারিবিয়দের হারিয়ে প্রথমবার ফাইনাল ও শিরোপা জেতে টাইগাররা। ইনজুরি কাটিয়ে দলে ফেরা সাকিব ওই সিরিজে দারুণ পারফর্ম করেন। সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তাই বিশ্বসেরা অলরাউন্ডার হলেন তিনি।

সাকিব পেছনে ফেলেছেন রশিদ খানকে। আফগান তারকা আগে সেরা অলরাউন্ডার ছিলেন। সাকিব তাকে দুইয়ে ঠেলে দিয়েছেন। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় তিনে আছেন মোহাম্মদ নবী। চারে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অবশ্য সাকিব চোটের কারণে খেলতে পারেননি। তবে লিগ পর্বের তিন ম্যাচে দারুণ ব্যাটিং করেন তিনি। দুই ফিফটিসহ তুলে নেন ১৪০ রান। বল হাতে নেন দুই উইকেট। সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী সাকিবের পয়েন্ট ৩৫৯। দুইয়ে থাকা রশিদ খানের পয়েন্ট ৩৩৯। আর তিনে থাকা নবীর পয়েন্ট ৩১৯।

Pin It