সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে উইম্বলডনে প্রথম শিরোপা জিতেছেন সিমোনা হালেপ।
সেন্টার কোর্টে শনিবার মেয়েদের এককের ফাইনালে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। মাত্র ৫৬ মিনিট স্থায়ী ম্যাচে ৬-২, ৬-২ গেমে জিতে যান রোমানিয়ার হালেপ।
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবেক নাম্বার ওয়ান হালেপ। এটা তার ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে জানান গত বছর ফরাসি ওপেন জেতা ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে এবারও ছোঁয়া হলো না সেরেনার। গত ১২ মাসে এই নিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলেন ৩৭ বছর বয়সী এই তারকা। সবশেষ ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা।