সৌদির আকামার মেয়াদ ২৪ দিন বাড়ল

eeeeee-samakal-5f6b47734c816

করোনাভাইরাসের কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া বাংলাদেশিদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের কারণে ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। প্লেনের টিকিট না পাওয়ায় তারা সৌদি আরবে কর্মস্থ‌লে ফিরতে পারছেন না।

এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে রোববার থেকে তারা রাজধানীতে বিক্ষোভ করছেন। তারা বলছেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে।

এদিকে আকারমার মেয়াদা বাড়ানোর তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহারিয়ার আলম।

ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, সৌদি আরব সরকার আমাদের অনুরোধের প্রেক্ষিতে নিচের সিধান্তগুলো নিয়েছে- ১. আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে। ২. বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট ৪ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। ৩. ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে যেখানে কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলী মেনে কনসুলার সেবা প্রদান করা হবে

Pin It