বিভিন্ন জেলায় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।
দলের দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দেশের সাতটি উপজেলায় উপনির্বাচন, চারটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর মধ্যে বগুড়া জেলার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে নাসরিন আক্তার, নওগাঁ জেলার রানীনগর উপজেলা চেয়ারম্যান মোসারব হোসেন প্রামাণিক, পাবনা জেলার ঈশ্বরদীতে আজমল হোসেন সুজন, বেড়ায় রইজ উদ্দিন আহমেদ, যশোর জেলার বাঘারপাড়ায় শামছুর রহমান, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় সরকার জহিরুল হক মিঠুন ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় মঞ্জুরুল আজিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া পৌরসভার মধ্যে মাদারীপুর জেলার রাজৈরে মোহাম্মদ জাকির হোসেন, মধুখালীতে শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ ও গাইবান্ধার পলাশবাড়ীতে আবুল কালাম আজাদকে প্রার্থী করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে আব্দুর রাজ্জাক, বন্দবেড়ে নূরে আলম, চর শৌলমারীতে আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলীতে আলাউদ্দিন, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উত্তর উলানিয়ায় ফয়সাল চৌধুরী, দক্ষিণ উলানিয়া মোশারেফ হোসেন, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়ায় নাসিউদ্দিন মোল্লা, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালমে আব্দুল মোক্তাদির মোক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে।