স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করলেন গাভি

image-67887-1669284559

বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন টিনএজার স্ট্রাইকার গাভি। ১৮ বছর ১১০ দিন বয়সে তিনি গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টা রিকার বিপক্ষে গোল করে নতুন এই রেকর্ড গড়েন। স্পেনের হয়ে ৭-০ ব্যবধানের  বড় জয়ের এই ম্যাচটিতে ৭৪ মিনিটে পঞ্চম গোলটি করেছেন গাভি।

১৯৫৮ সালের ফাইনালে সুইডেনের বিপক্ষে মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে গোল করে বিশ^কাপে সবচেয়ে কনিষ্ট খেলোয়াড় হিসেবে গোল করার তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন ব্রাজিলের কিংবদন্তী পেলে। ১৯৩০ সালে ১৮ বছর ৯৩ দিন বয়সে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোসাস।

গত বছর ১৭ বছর ৬২ দিন বয়সে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে কম বয়সী স্প্যানিশ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল গাভির। ঐ সময় তিনি এ্যাঞ্জেল জুবিয়েটাকে (১৭ বছর ১৮৪ দিন) পিছনে ফেলেছিলেন।

Pin It