আবু ধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ দল।
এই প্রতিযোগিতায় বুধবার পর্যন্ত বাংলাদেশ দল ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জিতেছে বলে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
দলের এই সাফল্যে উচ্ছ্বসিত স্পেশাল অলিম্পিকস’র এর উপদেষ্টা শোয়েব চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এই টুর্নামেন্টে বাংলাদেশ দল ধারাবাহিকভাবে ভালো করে আসছিল। এবার সাফল্য আগের বারকে ছাড়িয়ে গেল।”
গত ১৫ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১৩৯ সদস্যের দল ১১টি ইভেন্টে অংশগ্রহণ করে।বিশ্বের ১৯০টি দেশের ৭ হাজার ক্রীড়াবিদ অংশ নেয় এবারের প্রতিযোগিতায়।
বৃহস্পতিবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর শুক্রবার ঢাকায় রওনা হবে বাংলাদেশ দল।