স্বপ্ন পূরণ হলো না বসুন্ধরার

image-269922-1629814899

এএফসি কাপে খেলতে যাওয়ার আগে বসুন্ধরা ফুটবল দলের স্বপ্ন ছিলো টুর্নামেন্টের মূল পর্বে খেলার। সেই হিসেবে শুরুটা দারুণ ছিলো। এএফসি কাপ ফুটবলে বিদেশের মাঠে খেলতে নেমে প্রথম ম্যাচেই জয় তুলে নিজেদের নাম খোদাই করে রাখল বসুন্ধরা কিংস। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এএফসি কাপের ডি গ্রুপের খেলায় বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে গোল শূন্য ড্র হয়েছে। তাতে স্বপ্ন বেঁচে থাকলেও শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিলো না বসুন্ধরার সামনে। সেই হিসেবে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ আগস্ট) মোহনবাগানের বিপক্ষে খেলতে নামে বসুন্ধরা। তবে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠল মোহনবাগান। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে ছিটকে গেল কিংস।

যদিও প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছিলো বসুন্ধরা কিংস। এএফসি কাপের নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও দিল উঁকি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সুশান্ত ত্রিপুরার সরাসরি লালকার্ডে বদলে গেল দৃশ্যপট। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরল ভারতের দল মোহন বাগান। শেষ দিকে মরিয়া হয়ে ওঠা কিংসের পথ আগলে দাঁড়াল পোস্ট। সম্ভাবনা জাগিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা সঙ্গী হলো বাংলাদেশের চ্যাম্পিয়নদের।

Pin It