স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডার পাঁচ প্রভাবশালী কূটনীতিক।
বুধবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন ওই কূটনীতিকরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন এসব কূটনীতিকরা।
এছাড়া বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করতে বাংলাদেশকে ভারত ও চীনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা।
গত ১৪ ডিসেম্বর বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলাসম্পর্কিত ১৭ সদস্যের জাতীয় কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির আহ্বায়ক করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সে জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এই কূটনীতিকরা।