ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘ঢাকা-১০ আসনে বিগত ১১ বছরে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বিগত সংসদ সদস্য (শেখ ফজলে নূর তাপস) তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি নির্বাচিত হতে পারলে বিগত সংসদ সদস্য মহোদয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। একই সাথে স্বাধীনতার মার্কা, উন্নয়ন এবং অগ্রযাত্রার মার্কা নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।’
সোমবার (২ মার্চ) জাতির জনকের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মূল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আনুষ্ঠিকভাবে নির্বাচনী প্রচারণায় নামেন সফিউল ইসলাম মহিউদ্দিন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত পবিত্র এই ঢাকা-১০ আসন। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি রচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঢাকা-১০ আসনের ভোটার। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। সেজন্য ধানমন্ডির এই স্মৃতি বিজরিত ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমার নির্বাচনী প্রচারণার কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। সেজন্য নির্বাচনী প্রচারণার সময় নির্বচন কমিশন কর্তৃক নির্ধারিত স্থানে পোস্টার লাগাতে হবে। কোমলমতি শিক্ষার্থী এবং অসুস্থ রোগীদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া নির্বাচনী প্রচারণার সময় যেন কোনো প্রকার জনদুর্ভোগের সৃষ্টি না হয় সেদিকেও আমাদের বিশেষ নজর রাখতে হবে।’
মহিউদ্দিন বলেন, আমি ব্যক্তিগতভাবে জাতির জনকের আদর্শের একজন সৈনিক। বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশর এই অগ্রযাত্রায় আমি যদি সামান্য অবদান রাখতে পারি তাহলে সেটিই হবে আমার প্রাপ্তি। আমি নির্বাচিত হতে পারলে ঢাকার দুই সিটি করপোরেশন এবং সকল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এই এলাকার উন্নয়নে কাজ করে যাবো।