স্বাধীনতা দিবসে ধানমন্ডিতে চক্রাকার বাস সার্ভিসে চালু হবে। বাস রুট রেশনালাইজেশনের জন্য গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। আজ বুধবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সভা শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ডিএসসিসির মেয়র বলেন, গণপরিবহনে শৃঙ্খলা আনার অংশ হিসেবে প্রাথমিকভাবে ধানমন্ডিকে ঘিরে চক্রাকার বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চক্রাকার এই বাস নিউমার্কেট হয়ে আজিমপুর পর্যন্ত চলাচল করবে। ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। ওই এলাকায় যেসব ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ পরিবহন চলাচল করছে, সেগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে।
মেয়র জানান, এই বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি শীতাতপনিয়ন্ত্রিত বাস থাকবে। এতে ৩৬টি নির্ধারিত স্থানে বাসগুলো থামবে, প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটি করে বাস আসবে। এতে সড়কে ব্যক্তিগত গাড়ি ও যানজট কমবে। রিকশার চাহিদাও দিন দিন কমে আসবে।