স্বাধীনতা সাংবাদিক পরিষদ(স্বাসাপ) প্রতিবছরের মতো এবারও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী বাংগালীর উপর অকথ্য নির্যাতন ও নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়।
হাজারো শহীদি রক্তে রক্তান্ত হয় স্বাধীন বাংলাদেশ।
শুরু করে গণহত্যা। মানবসভ্যতার সবচেয়ে ভয়াবহ হত্যার শিকার সেই সে শহীদের স্মরণে ও আত্মার চিরশান্তি কামনায় গত রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে আলোক প্রজ্জ্বলন করে শতাধিক সাংবাদিক….. পরে আলোর মিছিল নিয়ে প্রেসক্লাবে রক্ষিত জাতিরজনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
পূর্বে স্বাসাপ আহবায়ক বরুন ভৌমিক নয়ন এর সভাপতিত্বে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবির স্বপক্ষে বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেসক্লাব এর ব্যাবস্থাপনা কমিটির সদস্য স্বাসাপ উপদেষ্টা কুদ্দুস আফ্রাদ। কৃতজ্ঞতা জানায় স্বাসাপ সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসীম ও জিজিএন২৪.কম- সম্পাদক এ এফ এম লুৎফুর রহমান।