হচ্ছেনা ছায়ানটের ‘বর্ষবরণ’, উৎসবের টাকা যাচ্ছে ত্রাণ-তহবিলে

pahela-boishakh-010420-01

প্রতিবছরের মতন এবার রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন করছে না ছায়ানট। উৎসবের জন্য নির্ধারিত টাকা যাচ্ছে করোনাভাইরাস প্রতিরোদের জন্য সংগঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনার বটমূলে বর্ষবরণের আয়োজনে  ছায়ানট সবসময়েই থেকেছে আপোসহীন। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারনে যে সঙ্কট – সেই সঙ্কটের মোকাবেলা করছে বাংলাদেশও।

এই ক্রান্তিকালে বর্ষবরএণর আয়োজন থেকে এবছরের মত বিরত থাকছে ছায়ানট। বরং উৎসবের জন্য নির্ধারিত অর্থ প্রতিষ্ঠানটি দান করছে করোনাভাইরাস মোকাবেলা সংক্রান্ত্র তহবিলে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, ‘১৯৬১ সালে প্রতিষ্ঠার পর ১৯৬৭ সালে থেকে ছায়ানট বর্ষবরণের আয়েঅজন করে আসছে। শুধু মুক্তিযুদ্ধের বছরটি, তথা, ১৯৭১ সালে এই আয়োজনটি হয়নি। এবার প্রতিকূল অবস্থা এবং সার্বিক পরিস্থিতি বিচার করে ছায়ানট এই উদ্যোগ নিয়েছে।’

Pin It